মার্চ 26, 2023
শিশুর মাথা ছোট হলে

শিশুর মাথা ছোট হলে

শিশুর বয়স অনুযায়ী মাথার আকার ছোট থাকাকে ‘মাইক্রোকেফালি’ বলে। যদি কোনো শিশুর মাথার বেড় সুনির্দিষ্ট মাপের চেয়ে ছোট হয়, তখন একে মাইক্রোকেফালি হিসেবে চিহ্নিত করা হয়।

শিশুর মাথার আকারের ওপর নির্ভর করে তার মস্তিষ্কের পদার্থের পরিমাণ। মাথার বেড় ছোট থাকলে শিশুর ব্রেন বা মস্তিষ্ক বিকশিত হতে
পারে না। সমস্যা আরও জটিল হয়, যদি এসব শিশুর মাথার খুলির অস্থিসন্ধি সময়ের আগে জোড়া লেগে যায়।

প্রাথমিক কারণ
– মাথা ছোট হওয়ার অন্যতম কারণ জেনেটিক। এ ছাড়া গর্ভাবস্থায় প্রথম সাত মাসে শিশুর যদি ক্রোমোসোম বিচ্যুতি হয় বা গর্ভকালে মায়ের টক্সো, সিফিলিস, রুবেলা, হারপেস, জিকা প্রভৃতি জীবাণু সংক্রমণ হয়, তবে শিশুর মাথা ছোট হতে পারে।
– গর্ভকালে মায়ের অ্যালকোহল, ধূমপানের অভ্যাস থাকলে শিশুর মাথা ছোট হওয়ার ঝুঁকি থাকে।
– গর্ভবতী মা টক্সেমিয়া, ডায়াবেটিস, ক্রনিক কিডনি ফেইলিওরের মতো রোগব্যাধিতে আক্রান্ত হলে এই ঝুঁকি থাকে।

গর্ভাবস্থায় বা ভূমিষ্ঠ হওয়ার প্রথম দুই মাস বয়সে শিশু যদি পেরিনেটাল এসফাইয়েকশিয়া (জন্মকালীন শ্বাসরোধ), হাইপোথারমিয়া, মেনিনজাইটিস, অপুষ্টিসংক্রান্ত জটিলতায় ভোগে, তবে মাথা ছোট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।