মার্চ 26, 2023
শুধু সনদ অর্জন নয়, দক্ষ জনবল হিসেবেও তৈরি হতে হবে: শিক্ষা উপমন্ত্রী

শুধু সনদ অর্জন নয়, দক্ষ জনবল হিসেবেও তৈরি হতে হবে: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের জন্য নয়, পাশাপাশি ইন্ডাস্ট্রি উপযোগী একজন দক্ষ জনবল হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। কর্মসংস্থানের উপযোগী ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার রাজধানীর উত্তরায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বসন্তকালীন (স্প্রিং) সেমিস্টারের ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস জামান, পরিচালক ওমর ফারুখ, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, সদস্য এম শাহীন খান, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, মো. জোনায়েত আহমেদ, তানভির ইসলাম পাটওয়ারী প্রমুখ। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।